অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টেস্ট জয় ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাত্র তিন দিনেই শেষ হল ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের প্রথম টেস্ট। আর এর প্রধান কারণ হল ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং ব্যর্থতা এবং ডমিনিকার পিচে রবিচন্দ্রন অশ্বিনের দাপুটে বোলিং। যার ফলে এক ইনিংস ও ১৪১ রানে জয় পেল ভারত।
শেষ অবধি ভারত ৪২১/৫ স্কোরে ডিক্লেয়ার করে। যশস্বী জয়সওয়ালের ১৭১, রোহিত শর্মার ১০৩ ও বিরাট কোহলির ৭৬ রানের সুবাদে পাহাড়প্রমাণ স্কোর খাড়া করে ভারত।
এদিকে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে অল আউট হয়ে যায়। সর্বোচ্চ ২৮ রান করেন আলিক আথানাজে। এছাড়া জেসন হোল্ডার ২০ রান করেন। কিন্তু নিয়মিত ভাবে উইকেট পড়তে থাকে উইন্ডিজদের, যার ফলে ৫০ ওভারের বেশি টিকতে পারল না তারা।
আরও পড়ুন - ছবি: অভিষেকেই দুর্দান্ত শতরান, ওয়েস্ট ইন্ডিজে যশস্বী রাজ!
প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নেওয়া অশ্বিন এবার দ্বিতীয় ইনিংসে ৭১ রানে নেন ৭ উইকেট। অশ্বিনের স্পিনের সামনে কোনও উত্তর ছিল না ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
তবে ম্যাচের সেরা নির্বাচিত হন অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলা যশস্বী জয়সওয়াল।