ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক মাস বাদেই ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাটিতে বিশ্বজয় করতে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেই প্রস্তুতি শুরু করবে ভারত।
বিশ্বকাপের কথা মাথায় রেখে, সেরা দলই ক্যারিবিয়ানে পাঠাল নির্বাচকরা। শুক্রবার বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
দলে ফিরেছেন সঞ্জু স্যামসন, উমরান মালিক সহ রুতুরাজ গায়কোয়াড়রা। সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুররাও রয়েছেন দলে।
আরও পড়ুন - বাদ পুজারা-শামি! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।