আইপিএল ২০২২ নিলামে কি পরিকল্পনায় নামবে কলকাতা নাইট রাইডার্স? ম্যানেজমেন্ট দিল এই বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২২ এর মেগা নিলাম। মোট ৫৯০ জন খেলোয়াড় থাকবেন এই নিলামে, আর ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের পছন্দমত খেলোয়াড় নির্বাচন করতে পারবে।
আর এই নিলামে অনেকের নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের উপর। দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কেকেআর সাধারণত নিলামে বেশ বুদ্ধিদীপ্ত বাজার করে, এবং এবারেও তাদের সেটাই করতে হবে। তবে কেকেআরের সব থেকে বড় চাহিদা হল একজন ভালো অধিনায়ক।
কিন্তু ঠিক কি উপায়ে নামবে কলকাতা? এই নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন নবনিযুক্ত বোলিং কোচ ভরত অরুণ। ফ্র্যাঞ্চাইজির ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে অরুণ জানিয়েছেন, কি পরিকল্পনা নিয়ে নিলামের টেবিলে বসবে কেকেআর।
এই নিয়ে ভরত অরুণ বলেছেন, "আপনাকে এমন খেলোয়াড় নির্বাচন করতে হবে যারা বিভিন্ন ধরণের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে। এমনকি অতিমারির আগেও, যখন আপনি ঘরোয়া পরিস্থিতি দেখে বোলারদের নিতেন, তখনও আপনাকে সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য যেতে হত।"
"ভারতীয় দলের সাথে থাকায় আমি দেখেছি, আমাদের লক্ষ্য সব সময় থাকত যে কোনও পরিস্থিতিতে সেরা হওয়ার। আর সেই লক্ষ্যপূরণের জন্য, আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ হল এমন বোলার থাকা যারা নিজেদের সেরাটা দেবে এবং যারা প্রতিটি পরিস্থিতিতে উইকেট নিতে পারবে। আমরা ঠিক তাই করেছি, আর সেই কারণে আমরা সফল ছিলাম।"
ফলে ভরতের কথা অনুযায়ী, কেকেআর কেবল এক মরশুমের জন্য দল নির্বাচন করতে চাইছে না। যা সম্ভাবনা, এবারের আইপিএল কেবল এক রাজ্যেই হতে পারে। ফলে সব রকম পরিস্থিতির জন্য সেরা স্কোয়াড নির্বাচনই লক্ষ্য কলকাতার।