দুটি ভারতীয় দল একই সময়ে খেলেছে ইংল্যান্ডে! দাপট দেখিয়েছে দুই দলই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝড় তুলছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা, আর এর জেরে প্রাথমিক ব্যাটিং ব্যর্থতা থেকে উঠে এসে দাপট দেখিয়েছে। কিন্তু একই সময়ে আরও একটি ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে দাপট দেখিয়েছে এবং জয় হাসিল করেছে।
একক টেস্টের পর ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজও খেলতে হবে। আর তারই প্রস্তুতিতে শুক্রবার ডার্বিশায়ারের বিরুদ্ধে ডার্বিতে প্রস্তুতি টি২০ ম্যাচ খেলে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ কার্তিক।
এবং এই ম্যাচে ডার্বিশায়ারকে সাত উইকেটে হারায় ভারত। ১৫১ রান তাড়া করতে নেমে দীপক হুডা ৩৭ বলে ৫৯ রান করেন। এছাড়া চোট সারিয়ে ফিরে আসা সূর্যকুমার যাদব ৩৬ ও সঞ্জু স্যামসন ৩৮ রান করেন।
প্রথম ইনিংসে ডার্বিশায়ার ২০ ওভারে ১৫০/৮ তুলতে সক্ষম হয়। দুই তরুণ তুর্কি উমরান মালিক ও আরশদীপ সিং দুটি করে উইকেট নেন।
এরপর আগামী রবিবার নর্দ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। আগামী ৭ জুলাই সাউদাম্পটনে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ।