প্রকাশিত বিশ্বকাপ ২০২৩ সূচি, দেখে নিন কবে কোথায় ভারতের ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার মুম্বাইয়ে প্রকাশিত হল আসন্ন ওয়ানডে আন্তর্জাতিক বিশ্বকাপ। ভারতের ১০টি স্টেডিয়াম ও ৪৬ দিন ধরে চলবে এই মেগা ইভেন্ট।
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিকে ভারত নিজেদের অভিযান শুরু করবে আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে তারা মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন : ঐতিহ্যশালী এমসিসিতে বড় দায়িত্ব পেলেন ঝুলন গোস্বামী
মোট ১০টি দল মুখোমুখি হবে এবারের টুর্নামেন্টে। প্রথম আটটি দল ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি দল জিম্বাবওয়েতে হওয়া যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে। ১০টি দল একে অপরের সাথে রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলবে। এবং সেরা চার দল সেমি ফাইনালে উঠবে।
সেমি ফাইনাল দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে। আর ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর।
চলুন এক নজরে দেখে নিই, কবে কোথায় খেলবে ভারত