"এই ইনিংস আমি সারাজীবন মনে রাখব"- যশস্বী জসওয়াল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে এক নতুন মাইলফলক ছুঁলেন রাজস্থান রয়্যালসের বাঁ হাতি ওপেনার যশস্বী জসওয়াল। মাত্র ১৩ বলে অর্ধশতরান করে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়লেন তিনি। ২১ বছর বয়সী যশস্বীর ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস, রাজস্থান রয়্যালসকে কলকাতার বিরুদ্ধে ৯ উইকেটে জিততে সাহায্য করে। এই ম্যাচের পর যশস্বীর রানসংখ্যা ৫৭৫, যা অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে থাকা ফাফ ডুপ্লেসির থেকে মাত্র ১ রান কম।
ইতিমধ্যেই এই তরুণ তারকা ইশান কিষানের আনক্যাপড ভারতীয় ক্রিকেটার হিসাবে এক আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার ম্যাচ শেষে যশস্বী বলেছেন, "আমি এই ইনিংসটি আমার জীবিনে অনেক দিন মনে রাখব। আমি যখন ব্যাট করতে নেমেছিলাম আমার মনে হয়েছিল আমার হাতে খুব কম সময় রয়েছে এবং হঠাতই আমার মনে হয় যে আমি সঠিক পথে রয়েছি এবং আমার এভাবেই খেলা উচিৎ। আমার কাছে এটি অন্যতম একটি স্মরণীয় ইনিংস হয়ে থাকবে।"
দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়ার বিষয় যশস্বী বলেছেন, "আমি খুবই উৎসাহিত ছিলাম। আমার মনে হয়েছিল হয়ত আমার ইনিঙ্গস্টি দ্রুততম। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। তারপর যখন আমি যখন ম্যাচ শেষে বেরিয়ে আসি তখন জানতে পারি যে এটিই দ্রুততম অর্ধশতরান। আমি সেই মুহূর্তটি খুবই উপভোগ করি এবং আনন্দ করি, আমি সেই সময় অনেক কিছু করেছি।"
যশস্বী যাতে সেঞ্চুরি করতে পারেন সেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। এই বিষয় যশস্বী সাংবাদিকদের বলেছেন, "আমি শতরানের জন্য ৬ মারার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ঠিক আছে। আমি ম্যাচটি শেষ পর্যন্ত খেলে আসতেও চেয়েছিলাম। আমি শেষ কয়েক ম্যাচ ধরেই ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছিলাম এবং দলকে ম্যাচ জিতিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম।"
নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন যশস্বী? এই বিষয় তিনি বলেছেন, "আমি সব সময় ফোকাস ধরে রাখার চেষ্টা করি এবং প্রতিটি ম্যাচ থেকেই শেখার চেষ্টা করি। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এর সাথে তিনি যোগ করেছেন, "আমি সব সময়েই নিজেকে সব ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার আশেপাশে অসংখ্য অভিজ্ঞ কিংবদন্তি ক্রিকেটাররা থাকেন। আমি যখনই সুযোগ পাই আমি ধোনি, বিরাট, রোহিত, জস, সঞ্জুদের সাথে কথা বলি। এই খেলাটি প্রথমে মানসিক তারপর শারীরিক। তাই নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরী। "