IPL 2022 : অফ ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ারের পাশেই দাঁড়ালেন প্রাক্তন নাইট তারকা ক্রিস লিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে রিটেইন করেছিল কলকাতা নাইট রাইডার্স। আশা করা হয়েছিল, ২০২১ মরশুমের মতই ঝড় তুলবেন ভেঙ্কটেশ। কিন্তু চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই তিনি।
আট ইনিংসে কেবল একটি অর্ধশতরান, মাত্র ১২৬ রান করেছেন ১৮ এর গড়ে। স্ট্রাইক রেট মাত্র ১০২.৪৩। এই পরিস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিং থেকে সরিয়ে ব্যাটিং অর্ডারের নীচে নামানোও হয়েছে। ভেঙ্কটেশের ফর্ম নিয়ে সমালোচনায় মুখর অনেকেই। তবে প্রাক্তন নাইট তারকা তথা অজি ওপেনার ক্রিস লিন মনে করেন, নাইটদের তরফে ভেঙ্কটেশকে রিটেইন করা ছিল বুদ্ধিমানের কাজ।
এক সাক্ষাৎকারে ক্রিস লিন বলেছেন, "আমার মনে হয় আপনি এটি ব্যবহার করতে পারবেন না ওর বিরুদ্ধে, নিলামের দিকে তাকালে, ওরা ভালো করেছে। এবং প্রয়োজন অনুযায়ী অবশ্যই আন্দ্রে রাসেল খুব ভালো বল করছে। তাই এখানে ভেঙ্কির দোষ দেখছি না, তবে আমার মনে হয় কলকাতার তরফে ইতিবাচক একটি সিদ্ধান্ত ওকে রিটেইন করাটা।"
এরপর লিন যোগ করেন, "আপনি অন্যান্য দলগুলির দিকে তাকান, সেখানে দুজন বিশ্বমানের প্রতিষ্ঠিত খেলোয়াড় রয়েছে যাদের হয়ত একইরকমই মরশুম গিয়েছে। এটা রকেট সায়েন্স নয় বোঝা যে এই দুই ব্যক্তি কারা। কিন্তু আমার মনে হয় কলকাতার তরফে খুব ভালো সিদ্ধান্ত ওর (ভেঙ্কটেশ) এর উপর দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার। এখন চ্যালেঞ্জ এসেছে ওর উপর এবং কোচিং স্টাফকে সমর্থন করতে হবে যখন ওর প্রয়োজন হবে। শুধু কলকাতার হয়ে রান করলেই চলবে না, ভারতীয় রঙেও একই কাজ করতে হবে।"
তবে ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন ক্রিস লিন। ব্যাট করার সময় পরিষ্কার হতে হবে কিভাবে খেলবে।
এই নিয়ে লিন বলেছেন, "ওর পক্ষে চ্যালেঞ্জ হল যে আবারও ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে, সে কলকাতার জন্য হোক বা অন্য কোনও দল, শুধু চেষ্টা করতে হবে ব্যাট করার আগে পুরোটা স্পষ্ট করা, এবং এটি বড় শট মারার সময়েও হতে পারে। হয়ত তা স্ট্রাইকের বাইরে থেকেও হতে পারে, পা ব্যবহার করেও হতে পারে, সে যেখানেই হোক না কেন। উপায় খুঁজতে হবে অপর প্রান্তে গিয়ে ব্যাটিংয়ের জন্য সময় নেওয়া। ও কেবল একটিই অর্ধশতরান করেছে, ওকে শুধু সময় নিয়ে ব্যাট করতে হবে। আর এতেই আত্মবিশ্বাস বাড়বে।"