কলকাতা নাইট রাইডার্সের আগ্রাসী মানসিকতায় মুগ্ধ অ্যারন ফিঞ্চ, বললেন এই বড় কথা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ইতিহাসে সর্বাধিক দলে খেলার ক্ষেত্রে রেকর্ড রয়েছে অজি ওপেনার অ্যারন ফিঞ্চের। চলতি আইপিএলে নবম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অংশ হয়েছেন ফিঞ্চ। এবং নাইটদের কাজকর্মের ধরণের বেশ খুশি অজি অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ফিঞ্চ জানিয়েছেন, কেন তিনি এই দলে এলেন? এই নিয়ে ফিঞ্চ বলেছেন, "দলের বোর্ডের ধারাবাহিকতার জন্য। এটি দীর্ঘ সময় ধরে খুবই ভারসাম্যযুক্ত একটি দল, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সচরাচর দেখা যায় না। তাই যারা এখানে আগে ছিলেন, তারা এই জায়গাটি ভালোবাসে। প্রত্যেকে এখানে আসলে ঘরের মত অনুভূতি লাগে, খুব স্পেশাল লাগে।"
"এটি এমন এক ফ্র্যাঞ্চাইজি যেখানে আমার অনেক বন্ধু রয়েছে এবং আমি সর্বদাই প্রশংসা করেছি কিভাবে দলটী চলেছে। অবশ্যই, দীর্ঘদিন ধরে এখানে ভেঙ্কি মাইসোর সিইও হিসেবে রয়েছেন এবং প্রত্যেকেই শান্ত ও নিশ্চিত এখানে।"
এরপর দলের মানসিকতা নিয়ে ফিঞ্চ বলেছেন, "আমার মনে হয় খুবই জরুরি যেখানে প্রত্যেককে পরিকল্পনার মধ্যে আনা হয়, কারণ যদি একজনও কেউ থাকেন যে এখানে ফিট করে না, তাহলে পুরো জিনিসটা ভেঙে পড়তে পারে। তাই আমরা দেখেছি এখানে প্রতিটি সদস্য যা দিয়ে এসেছে, তা অসাধারণ এবং দলের ভারসাম্য বোঝানোর পাশাপাশি প্রত্যেকের ইচ্ছাশক্তিও তুলে ধরে।"
কলকাতা নাইট রাইডার্সের আগ্রাসী মনোভাব নিয়ে ফিঞ্চ বলেছেন, "আমি ক্রিকেটে এই ধরণের শৈলিকে পছন্দ করি, যখন কোনও কিছু আপনার জন্য হচ্ছে না, তবে একজন এসে পুরো খেলাই বদলে দেবে। আর আমাদের দলে বা প্রথম একাদশে অনেক গেম-চেঞ্জার রয়েছে।"
এই আগ্রাসন নিয়ে ফিঞ্চ আরও বলেছেন, "তাই আমাদের লড়ে গিয়ে চাপটা প্রতিপক্ষের উপর ফিরিয়ে দিতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনি যদি খেলাটি যেতে দেন এবং প্রতিপক্ষ কখনই চাপে থাকবে না, তখন আপনার এই খেলায় ফিরে আসা কঠিন হবে। তাই কেকেআরের হয়ে নামলে, ক্ষুধার্ত হয়ে নামতে হবে কারণ ওরা সর্বদাই আক্রমণাত্মক হয়ে নামে। আর তাতে ব্যাক ফুটে পাঠিয়ে দেয় নিজে থেকেই। তাই আমার মনে হয় এটি দারুণ উপায় খেলার জন্য। আর এমনও দিন আসবে যখন পুরো জিনিসটাই ভুল দিকে যাবে, কিন্তু সেটি ঠিক আছে কারণ এটি ১৪ ম্যাচের মরশুম। আপনি আশা করবেন যে ভুলের থেকে ঠিকটাই বেশি হবে।"