বোলার নয়, বলের উপর ফোকাস করি - অনবদ্য শতরান হাঁকিয়ে বার্তা ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এজবাস্টনে হওয়া পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের শুরুতে চাপে ছিল টিম ইন্ডিয়া। ইংরেজ পেসারদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। স্কোর তখন ৯৮/৫, যখন ব্যাট করতে নামেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। এবং এই জুটি যা দাপট দেখালেন, তা সত্যিই অনবদ্য ছিল।
জাদেজাকে সঙ্গে নিয়ে ২২২ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন কিপার-ব্যাটার ঋষভ পন্থ। মাত্র ১১১ বলে ১৪৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ভারতকে বড় রানের জায়গায় নিয়ে আসেন পন্থ।
এই অনবদ্য ইনিংসের বিষয়ে দিনের শেষে সাংবাদিক বৈঠকে পন্থ বলেন, "আমি বোলারের উপর ফোকাস করি না, আমি ফোকাস করি তিনি কেমন বোলিং করছেন। এই বোলারের বিরুদ্ধে আগ্রাসী হতে হবে, এমন কোনও পূর্ব পরিকল্পনা থাকে না। যদি আমার মনে হয় আমি এই বল মারতে পারব, আমি তা করি।"
"আমার মনে হয়, যদি দ্রুত বেশি উইকেট পড়ে যায়, আপনাকে নিজেকে সময় দিতে হবে। আমি জাড্ডু ভাইয়ের সাথে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম এবং আমরা ভাবছিলাম যাতে চা বিরতির আগে কোনও উইকেট না হারাই।"
জাদেজার সাথে পার্টনারশিপ গড়া নিয়ে পন্থ বলেছেন, "জাদেজার সাথে আলোচনা করেছিলাম যাতে পার্টনারশিপের উপর ফোকাস করা যায়। যদি আপনি ব্যক্তিগত স্তরে ভাবেন, চাপ বাড়বেই। তাই, আমরা দলের দিক থেকে ভেবেছি। আমার মনে হয় আমি কেবল বলের উপর ফোকাস করছিলাম। চাপ তো ছিলই, কিন্তু সেই চাপের উপর যদি আপনি ফোকাস করেন, তাহলে ফলাফল আপনি পাবেন না। আমি নিজের প্রক্রিয়ার উপর ফোকাস করি এবং সেটি হয়ত আমাকে বেশির ভাগ সময়ে ফলাফল দেয়।"
এদিকে ম্যাচের আগে রাহুল দ্রাবিড় কি কোনও পরামর্শ দিয়েছিলেন? এর জবাবে পন্থ বলেন, "খেলোয়াড় হিসেবে, আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রতিটি শতরান একটি বড় কৃতিত্ব এবং আপনি সেটি নিয়ে খুশি থাকেন। এবার সেটি আপনাদের উপর নির্ভর করছে কোনটি সেরা সেটি বেছে নেওয়া। আমি নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। আমরা দল হিসেবে খুব ভালো অনুশীলন করছি এবং টেস্ট খেলার জন্য আমাদের কাছে প্রস্তুতির অনেক সময় ছিল। রাহুল ভাই আমায় বলেছিলেন বল অনুযায়ী খেলতে এবং এক এক বলকে ফোকাস করতে। শুধু পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করতে হবে এবং ভাবলে চলবে না কি হতে পারে।"