আইপিএল শিবিরে কিভাবে নিজেদের ফাঁকা সময় কাটাচ্ছেন নাইটরা, দেখে নিন

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : আইপিএলের প্রত্যেকটি শিবিরে এই জৈব বলয় থাকার দরুন কোনও খেলোয়াড় সেই বলয় ভেদ করে বাইরে যেতে পারেননা। তবুও তাদের বন্ধ হোটেলে মনোরঞ্জনের জন্য অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে যেমন,বিভিন্ন ইন্ডোর গেমস থেকে সুইমিং, সিনেমা দেখার জন্য ছোট থিয়েটার রুম সবের ব্যবস্থা রয়েছে। কিন্তু তা সত্বেও একটানা ঘরবন্দি হয়ে থাকা কোনো ক্রিকেটারের পক্ষেই সম্ভব নয়। তাই এবার নিজেদের মনোরঞ্জনের জন্য অন্য পথ বেছে নিয়েছেন কেকেআরের খেলোয়াড় সহ বাকি সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা।
ইনস্টাগ্রামে ‘রিলস’ তৈরি করে বিনোদনের আরও একটি পথ বেছে নিচ্ছেন ক্রিকেটারেরা। ‘রিলস’ এমন একটি অ্যাপ্লিকেশন, যেখানে অভিনয়, নাচ, ফিটনেস ভিডিয়ো তৈরি করে গণমাধ্যমে আপলোড করা যায়। তবে এই ভিডিয়ো হয় খুবই অল্প সময়ের। ১৫-২০ সেকেন্ডের মতো। সেই ‘রিলস’ নিয়েই এখন মেতে উঠেছেন ক্রিকেটারেরা। সুরক্ষা বলয়ের বদ্ধ আবহ থেকে নিজেদের কিছুটা রেহাই দেওয়ার জন্যই এই পথ বেছে নিয়েছেন ভেঙ্কটেশ, শ্রেয়স আয়াররা।
এছাড়া, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার ও শার্দূল ঠাকুরের একটি নাচের ভিডিয়ো যেমন জনপ্রিয় হয়েছে, ঠিক তেমনই ‘পুষ্পা’ সিনেমার সংলাপ বলে নজর কেড়েছেন রবীন্দ্র জাডেজা। বিরাট কোহলি অন্য দিকে নিজের ফিটনেস ভিডিয়ো তুলে ধরেছেন এর মাধ্যমে। নাইট শিবিরে যোগ দেওয়ার আগে বেঙ্কটেশ আয়ার ও আবেশ খানও নতুন একটি নাচের ভিডিয়ো তৈরি করে সমর্থকদের মন জয় করে নিয়েছেন।