কলকাতা ম্যাচ হারলে আমায় বকে শাহরুখ খান - অন্দরমহলের কাহিনী শেয়ার করলেন জুহি চাওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কতটা আবেগপ্রবণ বলিউড বাদশা শাহরুখ খান, তা বলার অপেক্ষা রাখে না। গ্যালারিতে উপস্থিতি, জয়ের পর শাহরুখের উল্লাস দেখার মত। এই পরিস্থিতিতে শাহরুখের কি অবস্থা হয়, যদি কলকাতা নাইট রাইডার্স হেরে যায়?
এই নিয়ে এবার দারুণ কাহিনী শেয়ার করলেন সহ কর্নধার জুহি চাওলা। কলকাতার ম্যাচের সময় কি অবস্থা হয় মালিকদের, এই নিয়ে এক শোয়ে জুহি চাওলা নিজের ও শাহরুখের একাধিক অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রখ্যাত এই অভিনেত্রী বলেন, "আমি যত ঈশ্বর রয়েছে, তাদের সকলকে ডাকতে শুরু করি। এমনকি আমি হনুমানজিকেও ছাড়ি না। আমি মন্ত্র পড়তে শুরু করি, যেমন গায়ত্রী মন্ত্র।"
"অন্যদিকে, শাহরুখ আমায় বকতে শুরু করে। 'ও কেমন বোলিং করছে? ফিল্ডিং অনুযায়ী বোলিং করা উচিত। এটা ঠিক নয়। আমায় এই মুহুর্তে টিম মিটিং ডাকতে হবে।' আমি শুধু দাঁড়িয়ে থাকি, জানি না কি করতে হবে।"
তবে টিম মিটিংয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জায়গায় বিশেষ কিছু করে বসেন শাহরুখ, এমনটাই জানিয়েছেন জুহি। তিনি বলেছেন, "শাহরুখ কেবল অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে থাকে, মজা করে, আর কারোর উপর চেঁচায় না। শেষে ও শুধু বলে, 'ভালো করে খেল'। ব্যাস, মিটিং শেষ।"
সদ্য আইপিএলের প্রথম পর্বে সাত ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে লিগ টেবিলের নীচে ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয় লেগে দুর্দান্ত কামব্যাক করে কলকাতা। যদিও শেষে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় নাইটরা।