যশ ফিরলেন রাজার মতো! কীভাবে ঘটল যশ দয়ালের প্রত্যাবর্তন? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৫ই মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটে গুজরাট টাইটান্সের বাঁ হাতি দ্রুত গতির বোলার যশ দয়ালের। ৯ই এপ্রিল রিঙ্কু ঝড়ে তছনছ হয়ে যাওয়া যশ, সেই ম্যাচের ঠিক ৩৫ দিন পর গুজরাটের প্রথম একাদশে ফিরলেন। আর শুধু ফিরলেন না, ফিরেই তুলে নিলেন অভিষেক শর্মার উইকেট।
খবর অনুযায়ী, গুজরাট দলের খেলোয়াড়-কোচ এবং অন্যান্য কর্মীরা প্রত্যেকেই যশের পাশে দাঁড়িয়েছিলেন। রিঙ্কুর বিরুদ্ধে ৫টি ছয় হজম করার পর তিনি যাতে ভেঙে না পড়েন সেই জন্য যশের সতির্থরা সেই রাতে নাচ ও গান করে যশের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন। দয়াল যাতে শান্ত মাথায় দুশ্চিন্তা ছাড়া ঘুমাতে যেতে পারেন তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল হার্দিক বাহিনী।
শোনা যাচ্ছে যে, যশ দয়ালের ফিরে আসার পিছনে বড় ভূমিকা পালন করেছেন গুজরাট টাইটান্সের কোচ তথা ভারতের প্রাক্তন তারকা বোলার আশিস নেহেরা।
ভাল দিনের থেকেও খারাপ দিন বেশি আসে মানুষের জীবনে। তরুণ যশের ইতিমধ্যেই ভাল-খারাপ উভয় সময়েই চাক্ষুস হয়ে গেছে। ২০২২ সালে ৩.২ কোটি টাকায় তাঁকে কেনে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি, সেই মরশুমে তিনি আইপিএল চ্যাম্পিয়নও হন। আবার ২০২৩ আইপিএলেই ৫ বলে ৫টি ছয় খাওয়ার বেদনা। গত মাসেই অধিনায়ক হার্দিক জানিয়েছিলেন যে, কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচ হারার পর থেকে যশ অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় ৭-৮ কেজি ওজন তাঁর কমে! যায় খুবই কম সময়ের মধ্যে।
ক্রীড়া মানেই খেলোয়াড়রা ভাঙবেন, মোচড়াবেন তবু লড়বেন এবং সাফল্যের শিখরে উঠবেন। খারাপ সময় যেমন আসে তেমনই ফিরে আসার সুযোগও আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফিরতে পারাই হল আসল চ্যাম্পিয়নের লক্ষণ। হায়দ্রাবাদের বিরুদ্ধে যশের প্রত্যাবর্তন এই চ্যাম্পিয়নেরই এক নিদর্শন।