আ্যরন ফিঞ্চ কেকেআরে আশায় কেকেআর কি কি দিকে সুবিধা আছে? কি বললেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : শুত্রুবার রাতেই কেকেআরে আ্যলেক্স হেলসের জায়গায় এসেছেন আ্যরন ফিঞ্চ। এই পরিবর্তনে যে কেকেআরের আখেরে লাভ হবে তা কিন্তু বলাই যায়। ফিঞ্চ অস্ট্রেলিয়ার টি-২০ দলের ক্যাপ্টেন ছিলেন যেখানে অধিনায়ক হিসেবে বিশ্বকাপও জিতেছেন। দেশের হয়ে তার টি-২০ ক্যারিয়ারে তিনি ৮৮টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর সংগ্রহে রয়েছে ২৬৮৬ রান তার মধ্যে দুটি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি।
আইপিএলেও তার সমান সাফল্য আছে, ৮৭টি খেলায় ২০০০ এর ওপর রান আছে তাঁর।
তাই তাকে দলে নিয়ে কেকেআর কতটা লাভবান হতে পারে তা জানতে এক্সট্রা টাইম বাংলার প্রতিনিধি চলে গেছিলেন প্রাক্তন বাংলার কোচ সম্বরণ ব্যানার্জির কাছে, তিনি বলেন,"বিদেশি ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ফিঞ্চ খুব ভালো প্লেয়ার। ও অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ওভারের খেলায় অধিনায়ক ছিলেন,আইপিএলেও বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে তাঁর ধারাবাহিক পারফমেন্স আছে, এছাড়া খুব ভালো ফিল্ডার ফিঞ্চ যার প্রভাব খেলায় খুব ভালোভাবে পড়বে।"
তিনি যোগ করেন,"ফিঞ্চের অন্তর্ভুক্তিতে কেকেআর অনেক লাভবান হবে, যে সব বিদেশি প্লেয়ার যারা জোরে মারতে পারে তারা গেম চেঞ্জার আর আমার মনে হয় ফিঞ্চ সেই জাতেরই খেলোয়াড়। যেটা কেকেআরকে এইবারের আইপিএলে ভীষণ সাহায্য করবে। তার সাথে সাথে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শ্রেয়স আইয়ারকেও ভীষণ সাহায্য করবে বলে মনে করি।"