২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের কামব্যাকে চোখের জল ফেলছিলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের শুরু থেকে চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনি একাত্ম হয়ে রয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজির নির্বাসনকে বাদ দিলে, চেন্নাইয়ের সাথেই জুড়ে ছিলেন মাহি।
তবে ২০১৮ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের জন্য, যেখানে নির্বাসন থেকে ফিরে এসে খেতাব জিতে নেয় তারা। তবে সেই ফিরে আসার শুরুর দিনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি।
আর সেই কাহিনীই শেয়ার করেছেন সিএসকে এর ব্যাটিং কোচ মাইকেল হাসি। চেন্নাইয়ের একটি ভিডিওতে হাসি বলেছেন, "আমার মনে হয়না একটি বিশেষ স্মৃতি নিয়ে বলা উচিত, তবে আমরা দেওয়ালে সেই চ্যাম্পিয়নশিপ জেতার ছবিগুলি দেখতে পাই। আমার মনে হয় সম্ভবত ২০১৮ মরশু, আমরা প্রতিযোগিতা থেকে দুই বছর বাইরে ছিলাম। আমরা ফিরে এসেছিলাম এবং আমার মনে আছে এমএস মরশুমের শুরুতে নিজের কথা বলছিল।"
এরপর হাসি বলেন, "ও আসলেই কাঁদতে শুরু করেছিল। চোখের জল বেরিয়ে আসছিল ওর চোখ থেকে, এবং আমি ভাবছিলাম, কিছু স্পেশাল হচ্ছে এখানে। সেটি আমাদের কাছে স্পেশাল মরশুম ছিল। এটি গায়ে কাঁটা দেবে ভাবলেই যে সেই বছর কি হয়েছিল। মনে হচ্ছিল যেন আইপিএলে ফিরে এসে এমনটা হওয়ারই ছিল। এমএস অসাধারণ খেলেছিল গোটা মরশুম জুড়ে। এটি একটি দারুণ সময় ছিল।"