ফর্মে ফিরতে বিরাট কোহলিকে আরও কয়েকটা বাচ্চা করার অদ্ভুত উপদেশ ডেভিড ওয়ার্নারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই বছরের বেশি সময় ধরে শতরান নেই বিরাট কোহলির। এমনকি, আইপিএল ২০২২ এও বিরাট কোহলির ব্যাট কার্যত অচল। চলতি আইপিএলে ১০ ইনিংসে মাত্র ১৮৬ রান করেছেন বিরাট কোহলি।
আর এই ফর্ম নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট মহল। সামনেই টি২০ বিশ্বকাপ, আর তার আগে কোহলির এই অফ ফর্ম বেশ ভোগাবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে অদ্ভুত পরামর্শ দেন ডেভিড ওয়ার্নার।
একটি ইউটিউব চ্যানেলে ওয়ার্নারকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিভাবে বিরাট কোহলিকে ফর্মে ফিরিয়ে আনা যায়। যেহেতু ওয়ার্নার নিজেও গত বছর টি২০ বিশ্বকাপের আগে অফ ফর্মে ছিলেন, কিন্তু তারপর টুর্নামেন্টে অসামান্য খেলেছিলেন। সুতরাং একই পরিস্থিতিতে আটকে থাকা বিরাটের জন্য ওয়ার্নার কি বলবেন, তা খুবই উল্লেখযোগ্য।
এই প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, "কয়েকটা বাচ্চা আনো এবং ভালোবাসাকে উপভোগ করো। ফর্ম সাময়িক এবং ক্লাস সর্বদা স্থায়ী, তাই আপনি তা কখনই হারান না। এটি বিশ্বের প্রত্যেক খেলোয়াড়ের সাথে হয়।"
"গুরুত্বপূর্ণ নয় আপনি কতটা ভালো খেলোয়াড়, আপনার সব সময় এই ওঠাপড়া চলতেই থাকবে। কোনও কোনও সময়ে নামাটা দীর্ঘ সময় ধরে চলে, কিন্তু আপনি আবারও উঠে আসবেন।"