আইসিসির সেরা দশে ফিরে এলেন হরমনপ্রীত কৌর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্রকাশিত আইসিসি মহিলা টি২০ আন্তর্জাতিক ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরে এলেন হরমন।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে ৩৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়িকা। আর এই ইনিংসের সৌজন্যে চার ধাপ উঠে দশম স্থানে উঠেছেন হরমন।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানা (৭২৮)। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তাহিয়া ম্যাকগ্রাথ (৭৮৪)। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার বেথ মুনি (৭৭৭)। এই দুই অজির পরেই স্মৃতি রয়েছেন।
আরও পড়ুন - বিরাট কোহলির সাথে কি নিয়ে কথা হয় সুনীল ছেত্রীর?
মহিলা টি২০ আন্তর্জাতিকে বোলারদের র্যাঙ্কিংয়ের কথা বললে, ৭৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছেন দীপ্তি শর্মা। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলস্টোন (৭৮৮)। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো লাবা (৭৪৬)।