অধিনায়ক হার্দিক, দলে নেই রিংকু! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সদ্য নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার তাঁর সহ নির্বাচকদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছেন। এই সিরিজের জন্য হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আইপিএল থেকে দুই তরুণ প্রতিভাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। তিলক ভার্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন। আইপিএলে তাদের দুর্দান্ত পারফরম্যান্সই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রিংকু সিং এবং রুতুরাজ গায়কোয়াড় যারা ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে আসছেন এবং আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তারা দলে সুযোগ পাননি।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট নির্বাচন কমিটির প্রধান হলেন অজিত আগরকার
অন্যদিকে, আভেশ খান এবং রবি বিষ্ণোইকে ফের দলে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তাদের ধারাবাহিকতার পাশাপাশি আইপিএলে সাম্প্রতিক ভালো পারফম্যান্স তাদের আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলার আরেকটি সুযোগ এনে দিয়েছে। বাংলার মুকেশ কুমার, যিনি টেস্ট এবং ওডিআই দলে ছিলেন তিনিও টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ, যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ প্রতিভাদের নিয়ে ভারতীয় দল তাদের জয়ের গতি অব্যাহত রাখতে চাইবে।
ভারতের টি-টোয়েন্টি দল:
ইশান কিষাণ (উইকেটরক্ষক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আভেশ খান, মুকেশ কুমার।