কেন শেষ ওভার বল দেওয়া হয়েছিল উমরান মালিককে? কারণ জানালেন হার্দিক পান্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার থ্রিলার একটি হাই-স্কোরিং ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ডাবলিনে আয়োজিত হওয়া সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক ম্যাচে ভারত প্রথমে ২২৫ রানের পাহাড়প্রমাণ স্কোর তুলেছিল। জবাবে আয়ারল্যান্ড দারুণ ব্যাটিং করে লক্ষ্যের কাছাকাছি চলে আসে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রানের, এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া বল দেন অনভিজ্ঞ পেসার উমরান মালিককে। এবং অধিনায়কের আস্থা বজায় রেখে ভারতকে ম্যাচ জিতিয়ে আসেন উমরান। কিন্তু কেন অনভিজ্ঞ উমরানকে দেওয়া হল অন্তিম ওভার?
এর জবাবে হার্দিক পান্ডিয়া পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেছেন, "আমি নিজের তরফ থেকে সমস্ত চাপ দূরে সরাতে চেয়েছিলাম। আমি বর্তমানে বাঁচতে চেয়েছিলাম এবং আমি উমরানকে সমর্থন করি। ওনার কাছে গতি রয়েছে, সেই গতিতে ১৮ রান তোলা খুব কঠিন। ওনারা দুর্দান্ত কিছু শট খেলেছেন, দারুণ ব্যাটিং করেছেন। ওদের কৃতিত্ব প্রাপ্য এবং আমাদের বোলারদেরও কৃতিত্ব দেওয়া উচিত নিজেদের স্নায়ু বজায় রাখার জন্য।"
এদিকে আয়ারল্যান্ডে খেলতে এসে ভারতীয় সমর্থকদের সমর্থন পাওয়া নিয়ে হার্দিক বলেছেন, "দর্শকদের প্রিয় ছিলেন দীনেশ কার্তিক ও সঞ্জু স্যামসন। বিশ্বের এই প্রান্তে খেলতে এসে দারুণ অভিজ্ঞতা হল। আমাদের পক্ষে অনেক সমর্থন এসেছে, আমরা তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি তা দিতে পেরেছি। ধন্যবাদ সকলকে আমাদের সমর্থন করার জন্য।"
শেষে হার্দিক বলেন, "ছোটবেলা থেকে, দেশের হয়ে খেলার স্বপ্ন সব সময়ই ছিল। নেতৃত্ব দেওয়া এবং দেশকে জেতানোটা স্পেশাল, আর এখন সিরিজ জেতাটা আরও স্পেশাল।"
প্রথমে ব্যাট করে দীপক হুডার ১০৪ ও সঞ্জু স্যামসনের ৭৭ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে ভারত ২২৫/৭ এর রেকর্ড স্কোর তোলে। জবাবে অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি (৬০), পল স্টিরলিং (৪০) ও হ্যারি টেক্টর (৩৯) এর দুরন্ত ইনিংসে আয়ারল্যান্ড জয়ের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু শেষ অবধি ২২১/৫ তুলতে সক্ষম হয় তারা