কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিযুক্ত হতে চলেছেন হরভজন সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শুক্রবার সকল ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তারকা ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। এর আগে জল্পনা ছিল, অবসরের পর কোনও এক আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফের অংশ হবেন হরভজন।
এবার যা খবর, তাতে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিযুক্ত হতে চলেছেন ভাজ্জি। গত আইপিএলে কেকেআরের হয়েই খেলেছেন ৪১ বছরের এই অভিজ্ঞ স্পিনার, যদিও একটিও ম্যাচ খেলেননি তিনি। ২০২০ সালে নিলামে কলকাতা তাকে সই করায়, আর সেই মরশুমে তিনটি ম্যাচ খেলেন তিনি।
আইপিএলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে হরভজনের। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন ভাজ্জি। ১৬৩টি আইপিএল ম্যাচ খেলে ১৫০টি উইকেট নিয়েছেন হরভজন, আর তার ইকোনমি রেট ছিল সাতের উপর।