WTC ফাইনালে ভরতের বদলে ঋদ্ধিমানকে চেয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার ভারতীয় দল থেকে ইতিমধ্যে চোট আঘাতের কারণে ছিটকে গিয়েছেন কে এল রাহুল, ঋষভ পন্থ, বুমরাহের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। দলের অন্যতম প্রধান চিন্তার বিষয় উইকেট রক্ষক-ব্যাটার।
আরও পড়ুন- WTC ফাইনালে নয়া রেকর্ডের সামনে কোহলি, পিছনে ফেলবেন এই তারকাকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যে দল ওভালে গিয়েছে তার মধ্যে উইকেট রক্ষক হিসাবে গেছেন কে এস ভরত এবং ইশান কিষান। এবং খুব সম্ভবত ফাইনাল খেলতে নামবেন ভরত।
তবে ভারতের প্রাক্তন তারকা বোলার হরভজন সিং মনে করেন কে এস ভরত নয় বাংলার ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়া উচিত ছিল এই গুরুত্বপূর্ণ ম্যাচে।
হরভজন বলেছেন, "বর্তমানে কে এস ভরত ভারতের হয়ে খেলেন। তবে আমি মনে করে ঋদ্ধিমান সাহার খেলা উচিত ছিল। ঋদ্ধির অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে এবং অনেক ভালো উইকেট রক্ষক। যদি কে এল রাহুল ফিট থাকত তাহলে আমি বলতাম রাহুলের খেলা উচিত।"
অ্যাওয়ে সিরিজে ঋষভ পন্থের পারফরম্যান্স অসামান্য। তাঁর জায়গায় কে এস কতোটা সফল হবেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে সদ্য শেষ হওয়া আইপিএলে দুরন্ত ক্রিকেট খেলেছেন ঋদ্ধি। ২০২৩ আইপিএল রানার্স হওয়া গুজরাট দলের নিয়মিত প্রথম একাদশের ক্রিকেটারও ছিলেন তিনি।