আমার জন্য সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব দীর্ঘায়িত হয়েছিল! বড় বার্তা হরভজন সিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২০০১ টেস্ট সিরিজটি চিরস্মরণীয় থাকবে। কলকাতা টেস্টে অনবদ্য জয়, স্টিভ ওয়ার অশ্বমেধের ঘোড়াকে রুখে দেওয়া - সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া কার্যত অসম্ভবকে সম্ভব করেছিল।
আর এই সম্ভব করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন হরভজন সিং। ৩২টি উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারী হয়েছিলেন তরুণ ভাজ্জি। এবং সেই সিরিজের পর সৌরভের নেতৃত্ব আরও জোরালো হয়ে যায়।
এক সর্বভারতীয় ওয়েবসাইটের সাথে সাক্ষাৎকারে হরভজনকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি সৌরভ সেই সময় হরভজনকে সমর্থন না করতেন, তাহলে কি হত? এই নিয়ে প্রখ্যাত স্পিনার বলেছেন, "তাহলে ওনাকে অধিনায়কত্ব থেকে তাড়ানো হত। আমার মনে হয় এমনটা হলে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারতাম না। আমরা যদি সিরিজ না জিততাম, তাহলে দাদা নেতৃত্বে থাকতেন না।"
এরপর হরভজন বলেন, "মনে হয় ঈশ্বর সৌরভ গাঙ্গুলিকে পাঠিয়েছিল আমার জন্য, বলে দিয়েছিল, 'এই ছেলেটির হাত ধরো'। উনি তখন আমার হাত ধরেছিলেন আর আমি ঈশ্বরের হাত ধরেছিলাম। আর নিজের কাজ করে গিয়েছি। এইভাবে আমি আমার নাম তৈরি করি আর সৌরভ গাঙ্গুলিও এই বড় সিরিজ জিতলেন, যে কারণে নিজের নেতৃত্বের জন্য আরও সময় পেলেন।"
এরপর হরভজন সৌরভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "হ্যাঁ, উনি আমায় সমর্থন করেছেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি সর্বদাই কৃতজ্ঞ থাকব এটির জন্য। কিন্তু এর পাশাপাশি আপনার পারফর্মেন্স আপনার কেরিয়ারকে স্পেশ্যাল করে তোলে। অধিনায়ক আপনাকে একটি সুযোগ দেয়, যা সৌরভ গাঙ্গুলি আমায় সঠিক সময়ে দিয়েছিলেন। সেই সময়টি আমার জন্য কঠিন ছিল। তার পর, সেই মানুষটির উপর নির্ভর করছে তিনি কিভাবে পারফর্ম করবেন।"