এক ম্যাচ আগেই প্লে-অফ নিশ্চিত করতে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার রাতে প্লে-অফ নিশ্চিত হয়ে যেতে পারে গুজরাট টাইটান্সের।সোমবার আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাট এবারও পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে। সোমবার জিতলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে গুজরাট। হারলেও শেষ ম্যাচে আরও একটি সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়ারা।
হায়দ্রাবাদের সামনে অবশ্য সব ম্যাচ জেতা ছাড়া অন্য কোনও বিকল্প নেই। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট তাদের। সোমবার হারলেই ২ ম্যাচ বাকি থাকতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে অরেঞ্জ আর্মিরা।
তবে ম্যাচ জিতলেও হায়দ্রাবাদকে নির্ভর করে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর। গুজরাটের হয়ে ওপেনিং-এ শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা দলকে ভরসা দিচ্ছেন। মিডল অর্ডারও ছন্দে। ফিনিশাররা ম্যাচ জেতাচ্ছেন। গত ম্যাচে ব্যাট হাতেও দক্ষতা দেখিয়েছেন রশিদ খান।
অন্যদিকে হায়দ্রাবাদকে চিন্তায় রাখবে মিডিল অর্ডারের স্ট্রাইক রেট। চলতি মরশুমে মিডিল অর্ডারের ৩-৭ নম্বর ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট হায়দ্রাবাদের। সব মিলিয়ে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ আগেই দুই দলের কী পরিস্থিতি হয় সেই দিকে নজর থাকবে দুই দলের সমর্থকদের।