অবশেষে কোভিড নেগেটিভ হলেন রোহিত শর্মা, আইসোলেশন থেকে মুক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলমান বার্মিংহ্যাম টেস্টের মাঝেই সুখবর এল ভারতীয় দলে। করোনা পরীক্ষায় অবশেষে নেগেটিভ এসেছেন তারকা ওপেনার রোহিত শর্মা। রবিবার আইসোলেশন থেকেও বেরিয়ে এসেছেন ভারত অধিনায়ক। টানা দ্বিতীয় বার কোভিড নেগেটিভ হওয়ায় আইসোলেশন থেকে বেরোতে পারলেন রোহিত।
এর ফলে এটি নিশ্চিত, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ ও ওয়ানডে সিরিজে খেলবেন, এবং অধিনায়কত্বও করবেন রোহিত। সদ্য বিসিসিআই আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছিল, এবং দুই দলেরই অধিনায়ক করা হয়েছিল রোহিতকে। যার ফলে নিশ্চিত ছিল, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন রোহিত।
পঞ্চম টেস্ট শুরু হওয়ার কয়েক দিন আগেই করোনা পজিটিভ হয়েছিলেন রোহিত শর্মা। এরপর দুই বার তার পরীক্ষা করা হলেও সেখানেও পজিটিভ আসেন রোহিত। যার ফলে এজবাস্টন টেস্ট খেলতে পারেননি রোহিত, আর তার পরিবর্তে জসপ্রীত বুমরাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।