বড্ড তাড়াতাড়ি চলে গেলেন! অ্যান্ড্রু সাইমন্ডসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হরভজন সহ ক্রিকেট বিশ্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সকালটা একেবারেই ভালো শুরু হল না। গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই প্রয়াত হয়েছেন প্রখ্যাত অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল সাইমন্ডসের।
ব্যাট হাতে মিডল অর্ডারে ঝড় তুলতেন সাইমন্ডস, এছাড়া বল হাতে প্রয়োজনীয় সময়ে উইকেট তুলতেন তিনি। এবং ফিল্ডিংয়ে নিজের জীবনকে বাজি দিয়ে দিতেন সাইমন্ডস। ক্রিকেট জীবনে নানা বিতর্কের সম্মুখীন হয়েছেন, তবুও ক্রিকেট বিশ্বের অন্যতম পছন্দের মানুষ ছিলেন সাইমন্ডস। ফলে তার প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট সমাজ।
মাঙ্কিগেট কান্ড থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্সে এক সাথে খেলা, অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিংয়ের সম্পর্কটা ছিল বড়ই অদ্ভুত। আজ সেই সাইমন্ডসের প্রয়াণে আবেগ বিহ্বল ভাজ্জি। টুইটারে হরভজন সিং লিখেছেন, "অ্যান্ড্রু সাইমন্ডসের আকষ্মিক প্রয়াণের খবর শুনে হতবাক হয়েছি। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। ওনার পরিবার ও বন্ধুদের জন্য হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।"
এছাড়া সাইমন্ডসের প্রয়াণে শোক জানিয়েছেন মাইকেল ভন থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণ, শোয়েব আখতার সহ অনেকেই। কে কি বললেন, দেখে নেওয়া যাক -