লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে নিযুক্ত হলেন দুইবারের আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার আইপিএল জেতা অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করল আইপিএলের নতুন দল লখনউ ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে, এবার গৌতম গম্ভীর যুক্ত হলেন মেন্টর হিসেবে।
প্রখ্যাত ক্রীড়াবিশেষজ্ঞ বোরিয়া মজুমদার এই খবরটি জানিয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার হিসেবে বিবেচিত হন গৌতম গম্ভীর। ২০০৭ টি২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন গম্ভীর। এছাড়া আইপিএলেও দুরন্ত পারফর্মেন্স করেছেন বাঁ হাতি এই তারকা ব্যাটার।
অবসরের পর রাজনীতিতেও সাফল্য অর্জন করেন গম্ভীর, যেখানে তিনি দিল্লির সাংসদ হিসেবে নির্বাচিত হন। এবার আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজিতে দায়িত্ব পেলেন গম্ভীর।