নেট বোলার থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ এর তুরুপের তাস! আইপিএল ২০২৩-এ কাঁপাবেন কাশ্মীরের ভিভ্রান্ত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। আইপিএল মানেই বিনোদন। সাধারণ মানুষ গোটা দিনের ক্লান্তি মুছে ফেলে এই তিন ঘন্টায়। তবে শুধু বিনোদনের জন্যই নয় দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিভা খুঁজে আনার কাজও হয় এই আইপিএলে।
২০২৩ আইপিএলে যে সমস্ত ক্রিকেটার নজর কাড়তে পারেন তাদের মধ্যে অন্যতম হলেন কাশ্মীরের অলরাউন্ডার ভিভ্রান্ত শর্মা। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের নেট বোলারের কাজ করেছিলেন। এবার তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এক বড় অংশ। তবে তাঁর ক্রিকেট কেরিয়ারের উত্থান্ন তাঁর ব্যাটিংয়ের কারণে।
ঘটনার সূত্রপাত মুম্বাইয়ে ২০২২ বিজয় হাজারে টুর্নামেন্টের জম্মু ও কাশ্মীর বনাম তৎকালীন রঞ্জি জয়ী মধ্যপ্রদেশ ম্যাচে। এই ম্যাচে মধ্যপ্রদেশের ডাগ আউটে উপস্থিত ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচিং করান।
এই ম্যাচে আভেশ খান, কুলদীপ সেনের নেতৃত্বে মধ্যপ্রদেশের বোলিং পিচে আগুন ঝড়াতে থাকে। তবে জম্মু ও কাশ্মীরের হয়ে ওপেন করতে নামা ভিভ্রান্ত শর্মা ৬২ বলে ৬৯ রান করে যান। বাঁহাতি ভিভ্রান্ত তাঁর এই ইনিংসে ভারতীয় দলের হয়ে খেলা আভেশ খানকে সোজাসুজি ছয় মারেন। আর এটাই ছিল তাঁর স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ।
এরপরেও তাঁর ব্যাট দিয়ে আসে দুরন্ত ইনিংস। উত্তরাখন্ডের বিরুদ্ধে ওয়াংখেডে স্টেডিয়াম ১৫৪ নট আউটের দুরন্ত ইনিংস খেলেন।
শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও স্বাবলম্বী ভিভ্রান্ত। লেগ স্পিন বল করতে পারেন তিনি। আর এই বিষয় অবগত ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণ কাশ্মীরের উমরান মালিক এবং আব্দুল সামাদ এই দলে খেলেন। তাদের থেকেই ভিভ্রান্তের বিষয় জানতে পারে এসআরএইচ ম্যানেজমেন্ট।
ভিভ্রান্ত ২.৬ কোটি টাকায় আইপিএল ২০২৩ নিলামে বিক্রি হয়েছেন, যা একজন আন-ক্যাপড অল রাউন্ডার হিসাবে সর্বোচ্চ। কলকাতার দলকে বিডিংয়ে হারিয়ে হায়দ্রাবাদের দল ভিভ্রান্তকে কিনে নেওয়ার পর ভিভ্রান্ত জানিয়েছিলেন, বিজয় হাজারে এবং মুস্তাক আলি টুর্নামেন্টে ভাল খেলা এবং আইপিএল ট্রায়ালে ভাল খেলার জন্যই সুযোগ পেয়েছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচটা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। পণ্ডিত স্যারের সামনে ৬৯ রান করে তাঁর নজর কেড়েছিলেন।
আইপিএলে ভিভ্রান্ত নজর কাড়তে চলেছেন এমনটাই মতামত ক্রিকেট বিশেষজ্ঞদের, তবে এই পর্যন্ত পৌছানোটাও অনেক বড় সংগ্রাম জয়ের সমান ছিল ভিভ্রান্তের জন্য।
মাত্র ৫ বছর বয়সে তিনি তাঁর মা কে হারিয়েছিলেন, ১৪ বছর বয়সে বাবাকে। ক্রিকেটে ভিভ্রান্ত যাবতীয় সাফল্য তাঁর দাদা ভিক্রান্তের হাত ধরেই। ভিভ্রান্ত জানিয়েছিলেন তাঁর দাদাই তাঁর বাবা ও মায়ের কর্তব্য পালন করেছেন।
ভারতের এই তরুণ প্রতিভার অলরাউন্ডার হয়ে ওঠার পিছনেও রয়েছে তাঁর দাদার অবদান। ভিভ্রান্ত ক্লাস ৬ পর্যন্ত ডান হাতে ব্যাট করতেন। কিন্তু দাদা ভিক্রান্তকে বাঁ হাতে ব্যাট করতে দেখেই তিনিও বাঁহাতে ব্যাট করতে শুরু করেন। লেগ স্পিনও দাদাকে দেখেই শেখা। তবে ভিভ্রান্ত শর্মা তাঁর দাদা তথা গুরুকে ছাপিয়ে, এগিয়ে গেছেন অনেকটাই। এবার লক্ষ্য আইপিএলের সকল খেলোয়াড়কে ছাপিয়ে যাওয়ার। লক্ষ্য দাদা ভিক্রান্তের স্বপ্নপূরণ করা।