এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেখলেই পেয়ে যাবেন বিনামূল্যে খাবার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপ ইতিমধ্যেই বেশ জমজমাটি জায়গায় চলে এসেছে। কিন্তু মাঠে দর্শক আসার কথা বললে, ভারতের ম্যাচ বাদে সেভাবে মানুষ ম্যাচ দেখতে আসছে না। যা চিন্তা বাড়িয়েছে আয়োজক একাধিক রাজ্য ক্রিকেট সংস্থা।
আরও পড়ুন - চোট সারিয়ে ফিরতে কতদিন সময় লাগবে হার্দিক পান্ডিয়ার? জানুন আপডেট
এই পরিস্থিতিতে এবার অভিনব সিদ্ধান্ত নিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলা প্রতিটি বিশ্বকাপ ম্যাচে সকল দর্শকদের বিনামূল্যে পপকর্ন ও ঠান্ডা পানীয় দেওয়া হবে।
মঙ্গলবার ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন এমসিএর সভাপতি অমোল কালে। পরের ম্যাচ থেকে ওয়াংখেড়েতে আসা দর্শকদের কাউন্টারে নিজেদের টিকিট দেখাতে হবে, এরপর সেটিতে স্ট্যাম্প পড়লে তাদের বিনামূল্যে পপকর্ন ও ঠান্ডা পানীয় দেওয়া হবে। তবে এই খাবার শুধু একবারই দেওয়া হবে এবং এটি কেবলমাত্র সাধারণ দর্শকদের জন্যই। এই খাদ্য প্রবাহের পুরো খরচ বহন করছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন - বাংলাদেশ ম্যাচে সচিনের এই বড় রেকর্ড ভাঙলেন কোহলি
এদিকে অমোল কালে এটিও ঘোষণা করেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে ভারতের বিশ্বকাপ ম্যাচের এক দিন আগে অর্থাৎ ১ নভেম্বর কিংবদন্তি শচীন তেন্ডুলকরের মূর্তি উন্মোচন করবে। মহারাষ্ট্রের আহমেদনগরের এক নামী শিল্পীর হাত দিয়ে শচীনকে সম্মান জানাতে এই মূর্তি উন্মোচন করছে এমসিএ।