আইপিএল ২০২২ এ এই বড় সুবিধা পেতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, অখুশি অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, মুম্বই ও পুনে জুড়ে হবে আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ। বৃহস্পতিবার গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর বিষয়টি আরও জোরালো হয়। তবে একটি বিষয় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি কিছুটা মনঃক্ষুণ্ন।
যেহেতু মুম্বইয়ে অধিকাংশ ম্যাচ আয়োজিত হবে, এর ফলে খুব স্বাভাবিকভাবেই, ঘরের মাঠের বড় সুবিধা পাবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আর এর জেরে ওয়াংখেড়ে স্টেডিয়াম, যা মুম্বই ফ্র্যাঞ্চাইজির গড় হিসেবে পরিচিত, সেখানে বেশিরভাগ ম্যাচ খেলতে হবে রোহিত শর্মাদের। আর এই বিষয়টি নিয়েই খুশি নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।
আপাতত বিসিসিআইয়ের তরফ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও পুনের গাহুঞ্জে স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিরা বাকি তিন স্টেডিয়ামে মুম্বইয়ের খেলায় আপত্তি না থাকলেও ওয়াংখেড়েতে আপত্তি রয়েছে।
এই নিয়ে এক ফ্র্যাঞ্চাইজি কর্তা এক সর্বভারতীয় মিডিয়াকে বলেছেন, "বাকি কোনও দলই হোম ম্যাচ পাচ্ছে না। খুব অন্যায় হবে যদি মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের অধিকাংশ ম্যাচ ওয়াংখেড়েতে খেলে, যা এত বছর ধরে তাদের দূর্গ হয়ে উঠেছে। ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়টি তুলেছে। ফ্র্যাঞ্চাইজিদের কোনও অসুবিধা নেই যদি মুম্বই ইন্ডিয়ান্স তাদের অধিকাংশ ম্যাচ ডি ওয়াই পাটিল স্টেডিয়াম ও পুনেতে খেলে। এমনকি ব্র্যাবোর্ন স্টেডিয়ামও ঠিক আছে। আশা করি বিসিসিআই বিষয়টি দেখবে।"