WTC Final : অস্ট্রেলিয়াকে হারাতে এই বিভাগের উপর জোর দিচ্ছে টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ব্রিটেনে পৌঁছে গিয়েছেন অজিঙ্ক রাহানে, কেএস ভরত, শুভমন গিল, মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজাদের শেষ ব্যাচ। এর ফলে গোটা ভারতীয় দলই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে উপস্থিত রয়েছেন ব্রিটেনে।
আরও পড়ুন - ফাঁস হল ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির ছবি
বুধবার ভরত ছাড়া শেষ ব্যাচের বাকি চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অনুশীলন করেছে ভারতীয় দল। বৃহস্পতিবার থেকে প্রথমবার পুরো ভারতীয় দল এক সাথে অনুশীলন করবে কেন্টের আরুনডেল ক্যাসেল ক্রিকেট ক্লাবে।
রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারাদের মত তারকা ব্যাটারদের দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। এদিকে নিজেদের চোট সারিয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। এদিকে বাম হাতি পেসার জয়দেব উনাদকাট সদ্য চোট থেকে ফিরে এসেছেন। উনাদকাটকে হেড কোচ রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ পরস মামব্রের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়।
আরও পড়ুন - এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের এই প্রস্তাব মানতে রাজি নয় ভারত
এদিকে দুই উইকেটকিপার কেএস ভরত ও ইশান কিশানকেও বেশ পরিশ্রম করতে দেখা গিয়েছে। তবে ব্যাটিং ও বোলিং ছাড়াও ফিল্ডিংয়ে জোর দিতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। ফিল্ডিং কোচ টিপি দিলীপ অতিরিক্ত পরিশ্রম করছেন যাতে ফিল্ডিংয়ে ভারতীয় দলের কোনও ভুল না হয়।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেকটাই নির্ভর করবে চেতেশ্বর পুজারা ও শুভমন গিলের উপর। সদ্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু এর খেলায় সাসেক্সের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন পুজারা। অন্যদিকে দুটি শতরান ও ৬০ এর কাছাকাছি গড়ে সদ্য আইপিএল ২০২৩-এ অনবদ্য ফর্মে ছিলেন শুভমন গিল।
আগামী ৭-১১ জুন লন্ডনের দ্য ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।