প্রথম রিটেনশন কার্ডই ব্যবহৃত হবে ধোনির জন্য! অধিনায়ককে ছাড়তে নারাজ সিএসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৪০ বছর বয়সেও অসাধারণত্ব দেখিয়েই চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়কত্বের দিক থেকে আজও তিনি সেরা। আর সেই কারণে এবারের আইপিএল খেতাব ঢুকল চেন্নাইয়ের ঘরে।
কিন্তু প্রশ্ন উঠছে, আগামী বছরের মেগা নিলামে কি ধোনিকে রাখবে চেন্নাই সুপার কিংস? এই নিয়ে বেশ আশাজনক বার্তা দিলেন স্বয়ং সিএসকের আধিকারিক। তিনি যে বার্তা দিলেন, তাতে চেন্নাই সমর্থকরা উচ্ছ্বসিত হবেন, তা বলাই যায়।
এই সিএসকে কর্মকর্তা বলেন, "রিটেনশন অবশ্যই থাকবে এবং এটিই সত্য। কজনকে রিটেন করা যাবে সেই সংখ্যা আমাদের কাছে অজ্ঞাত। কিন্তু সত্যি বলতে গেলে, আমাদের প্রধান পরিকল্পনা হল প্রথম রিটেনশন কার্ডেই মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখা। দলের তার অধিনায়ককে প্রয়োজন এবং এটি নিশ্চিত যে তিনি পরের বছর ফিরছেন।"