IPL 2022 : ধোনির যোগ্য শিষ্য পন্থ! রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারের নাটকে মাহির ছোঁয়া পেল নেটিজেনরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২২ এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৭ রানে হারায় রাজস্থান রয়্যালস। তবে এই ম্যাচের অন্তিম ওভারে চুড়ান্ত নাটকের সৃষ্টি হয়। শেষ ওভারে দরকার ছিল ৩৬ রান, বল হাতে ওবেদ ম্যাককয়, এবং ব্যাটিংয়ে রোভম্যান পাওয়েল। প্রথম তিন বলে ছয় মেরে খেলা জমিয়ে দেন পাওয়েল।
কিন্তু যে তৃতীয় বলটি ছয় মারেন পাওয়েল, সেই ফুলটসটি কোমরের উপর দিয়ে মেরেছেন, এমনই অভিযোগ করে দিল্লি ক্যাপিটালস শিবির। তবে সেটিকে আম্পায়ার নীতিন মেনন নো বল না দেওয়ায় ক্ষুব্ধ হন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সেই মুহুর্তে তিনি পাওয়েল ও কুলদীপকে প্যাভিলিয়নে ফিরে আসার নির্দেশ দেন। একই সময়ে, পন্থ কোচ প্রবীণ আমরেকে মাঠে পাঠিয়ে দেন আম্পায়ারের সাথে কথা বলার জন্য।
আর এই বিতর্কিত ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। অনেকেই পন্থের বিপক্ষে, অনেকেই আবার পন্থের পক্ষে কথা বলেছেন। তবে নেটিজেনরা এই কান্ডটিত্র সাথে মহেন্দ্র সিং ধোনির একটি ঘটনার কথা স্মরণ করেছে, যেখানে তিনিও মাঠে নেমে আম্পায়ারের সাথে তর্ক করেন।
২০১৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারে নো বল না দেওয়ার জন্য মাঠে নেমে আম্পায়ারের সাথে তর্ক করেছিলেন চেন্নাই সুপার কিংসের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর শুক্রবার যেন তারই ছোঁয়া দেখা গেল। দেখে নেওয়া যাক কি বলছে সোশ্যাল মিডিয়া -