টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের টিকিটের জন্য রোহিত শর্মার কাছে বিশেষ আর্জি ভক্তের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে আইপিএল ২০২১। আর তা শেষ হওয়ার পর সেই দেশেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ ভারত ও পাকিস্তানের জন্য উত্তেজনা চরমে। ইতিমধ্যেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টিকিটের দাম আকাশছোঁয়া, এবং তা পাওয়া বেশ মুশকিল।
এই পরিস্থিতিতে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেখ জায়েদ স্টেডিয়ামে এক দর্শক প্ল্যাকার্ড তুলেছিলেন, যেখানে তিনি ভারত-পাকিস্তান মহারণের টিকিটের জন্য আবেদন করেছিলেন মুম্বই অধিনায়ক তথা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মাকে।
প্ল্যাকার্ডে সেই দর্শক লিখেছেন, "রোহিত, দুটি টিকিট লাগবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য, প্লিজ।" আর এই প্ল্যাকার্ডটি ধরে নেয় মাঠের ক্যামেরাম্যানরা। আর তারপরেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে ভক্তদের জন্য বেশ ভালো মানুষ এই রোহিত শর্মা। বেশ কয়েকবার নিজের ভক্ত ও ভারতীয় সমর্থকদের সাথে বিশেষ ভালো ব্যবহার করেছেন রোহিত। শুধু ভারতীয় নয়, বিদেশী ভক্তদের সাথেও ভালো আচরণ করেন রোহিত। ২০১৭ সালে, এক শ্রীলঙ্কা সমর্থক মহমেদ নিলাম বাড়ি যেতে চেয়েছিলেন বাবার অস্ত্রোপচারের জন্য। আর সেই সময় নিলামকে টিকিটের ব্যবস্থা করেন রোহিত শর্মা। এরপর রোহিত নিলামের সাথে কলম্বোতে দেখা করেন।