ঈশ্বর-সম 'বিরাট কোহলি', টিভি স্ক্রিনে ভগবানকে দেখে হাতে আগুন জ্বালিয়ে পুজো করছেন ভক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের ঈশ্বর হিসেবে বরাবরই পূজনীয় শচীন তেন্ডুলকর। কিন্তু বিগত কয়েক বছর ধরে, বিশ্ব ক্রিকেটে রাজ করে চলেছেন ভারতের আর এক সুপারস্টার বিরাট কোহলি। আর এই অসাধারণ খেলার জেরে প্রচুর ভক্ত পেয়েছেন বিরাট। আর ভক্তদের মধ্যে পাগল-অন্ধ ভক্ত তো থাকবেই।
এবার এরকমই এক পাগল ভক্তের নিদর্শন পাওয়া গেল। সেখানে এক ভক্ত তার ঈশ্বর বিরাট কোহলির জন্য বিশেষ কাজ করছে। ভিডিওতে দেখা গিয়েছে, টিভি স্ক্রিনে বিরাট কোহলির ছবি আসলে সেই ভক্ত হাতে কর্পূর জ্বালিয়ে পুজো করছেন বিরাটের।
আর এই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের প্রতি এই ভালোবাসা ও আবেগের নিদর্শন আবারও মিলল। এর আগে এক ভক্ত চেন্নাই সুপার কিংসের প্রতি ভালোবাসা প্রদর্শনে নিজের বাড়ির রঙ হলুদ করে দিয়েছেন।
সুতরাং বোঝাই যায়, আজও কতটা ক্রিকেট পাগল আমাদের এই ভারত। আর এই আইপিএলের দৌলতে এই পাগলামি যেন মাত্রা ছাড়িয়েছে।