ফাইনালে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের এই বিষয়টি ভাবাচ্ছে ইয়ন মর্গ্যানকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে এক বল বাকি থাকতে তিন উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই জয় এত কঠিন হওয়ার কথা ছিল না। দিল্লির ১৩৬ রান তাড়া করতে গিয়ে এক সময়ে ১৫.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১২৩ রান করেছিল কলকাতা।
কিন্তু তারপর ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। মাত্র সাত রানে পাঁচ উইকেট পড়ে যায়, যেখানে চার ব্যাটসম্যান কোনও রান না করেই আউট হন। শেষ অবধি রাহুল ত্রিপাঠির শেষ ওভারের ছক্কাই কলকাতাকে ম্যাচ জিতিয়ে দেয়।
আর ফাইনালে ওঠার খুশি থাকলেও এই ধস নামাটা ভাবাচ্ছে কলকাতার অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। ম্যাচের পর তিনি বলেন, "যে শুরু পেয়েছিলাম, তাতে আরও সহজ হতে পারত। ওপেনাররা আমাদের দারুণ একটি মঞ্চ দিয়েছে। আমরা দেখব কি হয়েছে শেষ চার ওভারে। শিশির এসেছিল বটে, কিন্তু দেখুন, আমরা জিতেছি এবং ফাইনালে উঠেছি। আমরা ম্যাচ জিততে পেরে খুশি। হয়ত দাপটের সাথে হারাতে পারতাম, কিন্তু ক্যাপিটালস খুব ভালো দল।"
"দুই বলে ছয়, খেলাটি বোলিং দলের দিকেই ছিল, কিন্তু রাহুল ত্রিপাঠি আমাদের জন্য বড় ভালো কাজ করেছে।"
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচেও সহজ জয়টি নিয়ে যাওয়া হয় অন্তিম ওভারে। এবার ফাইনালে সামনে চেন্নাই সুপার কিংস - ফলে এই ভুল আর করতে চাইবে না কলকাতা।