ক্ষণিকের লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের কাছে পর্যদুস্ত হলেন ভারতের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইসিসি মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের অ-ধারাবাহিক ফর্ম অব্যাহত রইল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের ঠিক পরেই ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল ভারতের মেয়েরা।
মূলত ব্যাটিং ব্যর্থতার জেরে হারল ভারত। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়িকা হিথার নাইট। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ভারত। কেবল ৩৬.২ ওভার খেলতে পারে তারা।
স্মৃতি মান্ধানা (৩৫) ও রিচা ঘোষ (৩৩) ছাড়া বাকি ভারতীয় ব্যাটাররা কেউই ভালো খেলতে পারেননি। শেষের দিকে ঝুলন গোস্বামী ২০ রানের ইনিংস খেলেন।
তবে ভারতের ব্যাটিংয়ে ধস আনার ক্ষেত্রে বড় ভূমিকা নেন ইংল্যান্ডের চার্লি ডিন। মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আন্যা শ্রুবশোল।
জবাবে ভারতীয় বোলাররা ভালো চাপ দেয় শুরুতে। মাত্র চার রানে ইংল্যান্ড হারায় তাদের দুই তারকা ওপেনার ট্যামসিন বিউমন্ট ও ড্যানি ওয়াট। এরপর অধিনায়িকা হিথার নাইট লড়াই চালিয়ে যান। ন্যাট স্কিভার (৪৫)-কে নিয়ে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন তিনি। শেষ অবধি ৫৩ রানে অপরাজিত থাকেন নাইট।
আর এর জেরে ছয় উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মেঘনা সিং। ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।
আর এর জেরে টুর্নামেন্টে দ্বিতীয় হার হজম করতে হয় ভারতকে। অন্যদিকে বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারার পর অবশেষে জয়ের রাস্তায় ফিরল ইংল্যান্ড।