ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে কি নামবেন? বড় আপডেট দিলেন জেমস অ্যান্ডারসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার তোড়জোড় সারছে টিম ইন্ডিয়া। তবে ভারতের ব্যাটিংকে ভাঙার ক্ষেত্রে ইংল্যান্ডের বড় আশা হিসেবে থাকবেন ৩৯ বছরের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। আগামী মাসেই ৪০ এ পা দেবেন এই তারকা ইংরেজ।
যদিও ফিটনেস সমস্যা রয়েইছে অ্যান্ডারসনের। সদ্য হেডিংলিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে গোড়ালির চোটের জন্য খেলতে পারেননি তিনি। তবে অনুশীলনে বল করতে দেখা গিয়েছে তাকে।
এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এজবাস্টনে নামবেন অ্যান্ডারসন? এই নিয়ে স্কাই স্পোর্টসের সাথে একান্ত সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেছেন, "শেষ ম্যাচটি না খেলতে পেরে খুব হতাশ লাগছে, মাঠে ছেলেদের ভালো খেলতে দেখে এবং উপভোগ করতে দেখে ভালো লাগছিল। আমি প্রার্থনা করছি যাতে এই সপ্তাহে আমি ফিরে আসতে পারি।"
"আমি ম্যাচ মিস করতে একেবারেই পছন্দ করি না। হেডিংলি ম্যাচের পর দলের পরিবেশ এতটাই ভালো ছিল যে আপনি সেখানে যতটা সম্ভব থাকার চেষ্টা করবেন।"
অসমাপ্ত টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে, এবং আগামী ১ জুলাই হেডিংলিতে হওয়া এই পঞ্চম টেস্টটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইংল্যান্ডের জন্য। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে ইংল্যান্ড এই টেস্ট জিতে সিরিজ বাঁচাতে চাইবে।