ভারতের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি জানিয়ে রাখলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে জেতে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন এই নয়া যুগের ইংরেজ দল টেস্ট ক্রিকেটে নতুন ধারা নিয়ে আসার চেষ্টা করছে। লাল বলের ক্রিকেটে অতি আগ্রাসী ব্যাটিং ও দুরন্ত বোলিংয়ের মিশেলে যথেষ্ট ভয়ঙ্কর লাগছে এই ইংল্যান্ড দলকে।
এবার সামনে টিম ইন্ডিয়া, যাদের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামবে। এর আগে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারতের বিরুদ্ধে। এবার পঞ্চম টেস্ট জিতে সিরিজ ড্র করার ভাবনায় রয়েছেন নতুন অধিনায়ক স্টোকস। আর সেই কারণে ভারতের উদ্দেশ্যে বিশেষ হুঁশিয়ারিও দিয়েছেন।
সিরিজ জয়ের পর স্টোকস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা একই আগ্রাসী মনোভাব নিয়েই তারা ভারতের বিরুদ্ধে নামবে। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টোকস বলেন, "প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা একই মানসিকতা নিয়ে নামব।"
এরপর স্টোকস বলেন, "অবশ্যই, পরিস্থিতি একেবারে আলাদা হবে। যেহেতু প্রতিপক্ষ আলাদা, আর তাদের আক্রমণ ও খেলোয়াড়রাও আলাদা। আমরা লক্ষ্য রাখব গত তিনটি ম্যাচে আমরা কি ভালো করেছি এবং সেটিই ভারতের বিরুদ্ধে শুক্রবার চালিয়ে যাব।"
নিউজিল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ড ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল। কিন্তু বেন স্টোকসের নেতৃত্বে ও ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে একেবারে ঘুরিয়ে দাঁড়িয়েছে এই নয়া প্রজন্মের ইংল্যান্ড দল। এবং পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ভারতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তারা।