ধোনির অটোগ্রাফ নিয়ে আবেগঘন বার্তা সুনীল গাভাস্কারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গত রবিবার চিপকে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএল ২০২৩-এ চেন্নাইয়ের শেষ ঘরের মাঠে ম্যাচ। ম্যাচের পর ধোনি সিএসকে ভক্তদের ধন্যবাদ জানান। ধোনি স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে নানান উপহারও ছুঁড়ে দেন। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
সুনীল গাভাস্কার ম্যাচের পর ধোনির অটোগ্রাফ নিতে দৌড়ে যান এবং নিজের জামায় ধোনির অটোগ্রাফ নেন। কিন্তু তিনি তখন কেন এমনটা করলেন? তিনি তো ক্রিকেটের কিংবদন্তি। এই বিষয়ে স্টার স্পোর্টসকে উত্তর দিলেন সুনীল গাভাস্কার। ওই মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুনীল গাভাস্কার।
অটোগ্রাফ প্রসঙ্গে গাভাস্কার বলেন, "যখন আমি জানলাম যে ধোনি ও তাঁর দল এই মাঠে লিগের শেষ ম্যাচ খেলছেন এবং ম্যাচের পরে তিনি মাঠটি ঘুরবেন। আমি মাহির কাছে দৌড়ে গিয়েছিলাম এবং তাঁকে আমার শার্টে অটোগ্রাফ দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। ধোনি যখন স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের জন্য মাঠে ঘুরছেন, আমি ভাবলাম ওঁর অটোগ্রাফ নিতে পারি। সেই সময় ক্যামেরা ইউনিটের একজনের থেকে একটি মার্কার নিলাম ও আমার শার্টে সই করালাম। আমি সেই মানুষটিকে মার্কার দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল।"