ইলন মাস্কের কাছে এই বিশেষ অনুরোধ করে বসলেন শুভমন গিল! টুইটারে আলোচনার ঝড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেন ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল। টুইটারে, শুভমন গিল টেসলা সংস্থার সিইও তথা ধনী ব্যবসায়ী ইলন মাস্ককে অনুরোধ করেন, জনপ্রিয় খাবার ডেলিভারি অ্যাপ সুইগি কিনে নেয়, যাতে সময়মত তারা ডেলিভার করতে পারে।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে শুভমনের টুইটটি। তবে শুভমনের টুইটটি ইলন মাস্ক কোনও প্রতিক্রিয়া না দিলেও সুইগির তরফ থেকে প্রতিক্রিয়া আসে। সুইগি কেয়ার্সের টুইটার পেজ থেকে শুভমনের টুইটে প্রতিক্রিয়া আসে, যাতে তিনি যেন তার অর্ডারের ডিটেইল প্রাইভেট মেসেজে পাঠায়।
তবে সুইগির একটি ফেক অ্যাকাউন্ট দিয়ে একটি টুইট প্রকাশিত হয়, যা বেশ ভাইরাল হয়েছে। সেখানে শুভমনের টুইটের উত্তরে ঐ ফেক অ্যাকাউন্ট লিখেছে, "আমরা এখনও তোমার টি২০ ব্যাটিংয়ের থেকে দ্রুত।"
তবে শুভমনের এই টুইটটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কে কি বললেন, জেনে নিন -
চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন শুভমন গিল। এখনও অবধি গিল ২৮.৬৩ গড়ে ২২৯ রান করেছেন, ১৪২.৩৩ স্ট্রাইক রেটে।