আইপিএলের নিলামে জায়গা হচ্ছে না বিশ্বজয়ী আট ভারতীয় খেলোয়াড়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইংল্যান্ডের মত দলকে পর্যুদস্ত করে বিশ্বকাপ জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ টিম। কিন্তু এবার সেই দলের আট প্লেয়ার পড়েছে মহা ফ্যাসাদে। বোর্ডের নিয়মে আইপিএলের নিলামে অংশগ্রহন করা আটকে যাচ্ছেন।
বোর্ডের নিয়ম অনুযায়ী, হয় সেই প্লেয়ারকে জাতীয় স্তরে অন্তত একটি ম্যাচ বা 'এ' ক্যাটাগরির কোনও ম্যাচ খেলতে হবে। যদি সে একটাও ম্যাচ না খেলে থাকে তবে তাকে বাধ্যতামূলকভাবে ১৯ বছরের ওপর হতে হবে। এখানেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের আট জন ক্রিকেটার, দীনেশ বানা,শাইক রশিদ,রবি কুমার, নিশান্ত সিঁধু, সিদ্ধার্থ যাদব,আঙকৃষ রঘুবংশী,মানব প্রকাশ, গর্ব সংগোয়ান এই নিয়মে আটকে যাচ্ছেন।
একে গত দু বছর ধরে জাতীয় স্তরের খেলা বন্ধ। তো সে ক্ষেত্রে বোর্ড ,নিয়মে কিছু শিথিলতা আনতে পারে বলে জানা যাচ্ছে। এখন ওই আট প্লেয়ারের আইপিএল নিলামে অংশগ্রহণ করা সম্পূর্ণ বোর্ডের ওপর নির্ভর করছে।