ইডেনে প্লেঅফস হওয়ার খবর পেয়ে নিজেদের শতভাগ দেওয়ার অঙ্গীকার KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বেশ কঠিন জায়গায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচে মাত্র তিনটি জয়, পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে - এই পরিস্থিতে প্লেঅফসে যাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে গিয়েছে।
কিন্তু সদ্য বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষিত হয়েছে, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, এবং তা পুরো দর্শকের মাঝেই। এই খবরটি পেয়ে আরও বেশি অনুপ্রেরণা পেয়ে গিয়েছে নাইট ব্রিগেড।
এই নিয়ে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার ওয়েবসাইটে বলেছেন, "আমরা সদ্য জানতে পেরেছি যে কোয়ালিফায়ার ইডেন গার্ডেন্সে হবে, ফলে আমরা আমাদের শতভাগ প্রচেষ্টা দেব যাতে আমরা ম্যাচ জিততে পারি এবং সেখানে গিয়ে সমর্থকদের আনন্দ দিতে পারি।"
এরপর শ্রেয়াস বলেছেন, "শুরু থেকেই পরিবেশ দারুণ হয়ে রয়েছে। ফলাফল খেলার অঙ্গ এবং অবশ্যই, যেভাবে আমরা দল হিসবে প্রস্তুতি নিয়েছি তা অসাধারণ এবং লোকেরা কঠিন পরিশ্রম করছে ম্যাচ জেতার জন্য।"
আগামী বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নামতে হবে কলকাতা নাইট রাইডার্স।