'বিরাট' চিৎকার! ইডেনে বিদ্রুপের শিকার গম্ভীর-নবীন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জোড়া আইপিএল ট্রফি দিয়েছেন। এক সময় গোটা গ্যালারি তাঁর নামে গর্জন করত। সেই গৌতম গম্ভীর ইডেন ছাড়লেন অন্যরকম এক স্মৃতি নিয়ে। শনিবার ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শক গৌতম গম্ভীরকে দেখেই বিরাট কোহলির নামে জয়োধ্বনি দিতে থাকেন। বাদ গেলেন না নবীর উল হকও। গম্ভীর যখন সাজ ঘরের দিকে প্রবেশ করছিলেন তখন ক্লাব হাউসের লোয়ার টিয়ার থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ কোহলির নামে জয়োধ্বনি দেয়।
প্রসঙ্গত আইপিএলের আরসিবি-লখনউ ম্যাচে বিরাট বিতর্কে জড়িয়েছিলেন গম্ভীর-কোহলি। তাতে ভূমিকা ছিল নবীন উল হকেরও। কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন-উল হককে দেখামাত্রই বিরাট বিরাট রব শোনাল কলকাতা। ইডেনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করার কোনও সময়ই নিস্তার পেলেন না আফগান ক্রিকেটার। খেলা চলাকালীন বারবারই নবীনকে উদ্দেশ্য করে "কোহলি-কোহলি" স্লোগান দিতে থাকেন দর্শকেরা।
তবে শুধু কী নবীন? বাদ গেলেন না গম্ভীরও। প্রাক্তন নাইট অধিনায়কের সামনেও উঠল বিরাট স্লোগান। কোনও কটূক্তি নয়। তবে ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শক গম্ভীরকে দেখেই বিরাট কোহলির নামে জয়োধ্বনি দিল। সব মিলিয়ে কোহলি গম্ভীর উত্তাপ এখনও কমল না।