এজবাস্টনে হতে চলা ইংল্যান্ড-ভারত ম্যাচে অভব্য সমর্থকদের নিয়ে চিন্তিত ইসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের সমর্থকদের অভব্যতার পরিচয় গোটা বিশ্বে পরিচিত। ফুটবল হোক কিংবা ক্রিকেট, ইংরেজ সমর্থকদের চরম অসভ্যতা ও অভব্যতা ক্রীড়া বিশ্বে খারাপ উদাহরণ তৈরি করে রাখে।
এবং আসন্ন ইংল্যান্ড-ভারত একক টেস্ট ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে চিন্তিত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা। মূলত গঞ্জিকায় আসক্ত একাধিক সমর্থকদের অভব্যতার জেরে ইংল্যান্ড ক্রিকেটের নাম বারবার খারাপ হয়েছে।
দ্য টাইমসের রিপোর্ট অনুযায়ী, একাধিক ক্রিকেট কর্তারা সমর্থকদের এই আচরণ নিয়ে খুবই চিন্তিত। তারা মনে করেন, কোভিড বিধিনিষেধের পর মাঠে দর্শকদের অনুমতি প্রদানের জেরে অতিরিক্ত মদ্যপান ও গঞ্জিকা সেবনের প্রবণতা বেড়েছে এবং এতে দর্শকদের তরফ থেকে অতি আগ্রাসী আচরণ দেখা দিতে পারে।
গত বছর লর্ডসে ইংল্যান্ড ও ভারতের টেস্ট ম্যাচ চলাকালীন একাধিক ইংরেজ সমর্থক বাউন্ডারিতে ফিল্ডিং করা কেএল রাহুলের উদ্দেশ্যে বিয়ার ও শ্যাম্পেনের ছিপি ছুঁড়ে মারে। যার পর ক্ষুব্ধ বিরাট নির্দেশ দেন সেই ছিপিগুলি পুনরায় দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে মারার জন্য। এমনকি গত রবিবার হেডিংলিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন গ্যালারিতে দর্শকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এবং এই নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা চিন্তিত, যেভাবে গত বছর ইউরোতে ইংরেজ সমর্থকরা অভব্যতা দেখিয়েছে, তাতে ক্রিকেটে মহিলা ও শিশুরা খুব একটা নিরাপদভাবে খেলা দেখতে আসতে পারবে না। এবং এর জেরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী ও গ্রাউন্ড স্টাফ মোতায়েন করা হবে। এবং এই অভব্য আচরণকারী সমর্থকদের মাঠে ঢোকা থেকে নিষিদ্ধ করে দেওয়ারও আদেশ জারি করা হয়েছে।