জে. সি. মুখার্জি টি ২০ টুর্নামেন্টের সেমিফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জে. সি. মুখার্জি টি ২০ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ড সল্টলেকে, জে. সি. মুখার্জি টি ২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও বরিশা স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০ উইকেটের হারিয়ে ১৫০ রান করে ইস্টবেঙ্গল। সায়ন শেখর মন্ডল করেন ৪০ বলে ৪৬ রান ও অঙ্কুর পাল করেন ২৭ বলে ৪৫ রান।
আরও পড়ুন: এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এলেন এই স্প্যানিশ মিডফিল্ডার
জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে বরিশা স্পোর্টিং ক্লাব। ১৮ রানে জয়ী হয় ইস্টবেঙ্গল। ঈশান পোড়েল ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন এছাড়াও সানি প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরা হন ইস্টবেঙ্গল ক্লাবের ঈশান পোড়েল।