বিসিসিআইয়ের কাছে ব্রাত্য ঘরোয়া ক্রিকেট, সরাসরি তোপ দাগলেন রঞ্জি ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের রমরমায় বিসিসিআই বর্তমানে পৃথিবীর ধনীতম ক্রিকেট বোর্ড হিসেবে উঠে এসেছে। কিন্তু এই খ্যাতির মাঝে কার্যত দুয়োরানি হয়ে রয়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। আইপিএল খেলে ক্রিকেটাররা এক মরশুমে যা উপার্জন করে নিচ্ছেন, তা দুই-তিন মরশুম খেলেও পাচ্ছেন না রঞ্জি ক্রিকেটাররা।
আর এর উপর বড় সমস্যা, প্রতিশ্রুতিমত গত বছরের বাতিল হওয়া রঞ্জি ট্রফির ক্ষতিপূরণ এখনও ক্রিকেটারদের দেয়নি বিসিসিআই, যদি বোর্ড এই দায় পুরোপুরি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর ফেলেছে। কিন্তু এর জেরে ভুগছে সেই সকল ঘরোয়া ক্রিকেটাররা, যাদের উপার্জন বলতে এই রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারের মত ঘরোয়া টুর্নামেন্ট।
এই নিয়ে এবার মুখ খুলেছেন বিদর্ভের অধিনায়ক ফইজ ফজল। একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ফজল বলেছেন, "যে সকল প্রথম শ্রেণীর ক্রিকেটাররা আইপিএল খেলেননা, তাদের পক্ষে মুশকিল হয়ে পড়েছে। বাতিল হওয়া রঞ্জি মরশুমের পেমেন্ট জরুরি হওয়া উচিত বিসিসিআই এর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটাররা ওনাদের বেতন পাচ্ছেন এবং আইপিএলের খেলোয়াড়রা নিজেদের অর্থ পাচ্ছে, কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটারদের কি হবে? আমরা এই উপার্জনের উপর অনেকটাই নির্ভরশীল। আমাদের কোনও বড় বিজ্ঞাপন বা বড় চুক্তি নেই বেঁচে থাকার মত।"
২০১৬ সালে ভারতের হয়ে কেবল একটি ওয়ানডে ম্যাচ খেলা ফজল অর্থ উপার্জনের জন্য ব্রিটেনে উত্তর আয়ারল্যান্ডে লিগ ক্রিকেট খেলছেন। এই নিয়ে ফজল বলেছেন, "আমি ব্রিটেনে এসেছে ক্রিকেট খেলার জন্য যেহেতু আমি ভারতে কিছুই করতে পারছিলাম না। এক-দেড় বছর হয়ে গিয়েছে আমি পুরোপুরি ক্রিকেট খেলতে পারিনি। আমি কেবল বিজয় হাজারে ট্রফি খেলেছি গত মরশুমে। আমি এখানে ভালো একটি চুক্তি পেয়েছি, যেহেতু আমি এর আগেও যুক্তরাজ্যে এসে খেলেছি এবং এটি আমায় আর্থিকভাবে সাহায্য করছে।"
এদিকে বিসিসিআই এর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন রাজস্থান বাঁ হাতি পেসার অনিকেত চৌধুরি, যিনি নিজের ঠাকুমাকে করোনায় হারিয়েছেন। তিনি বলেছেন, "যদি আপনি রঞ্জির একটি গোটা মরশুম খেলেন, নকআউটে যোগ্যতা অর্জন না করেও, আপনি ১৫ লক্ষ টাকা মত পান। এখন যেহেতু সেই অর্থ আমরা পাইনি, এটি আমাদের খুব ভোগাচ্ছে। অনেক মানুষ এই অর্থের উপর নির্ভরশীল। অর্থ এলেও, ছয়-সাত মাস দেরিতে আসে এবং আপনার প্রয়োজনের সময়ে তা পাওয়া যায় না। এর জেরে সাধারণ ক্রিকেটারদের বেঁচে থাকা মুশকিল।"
ফলে, ঘরোয়া ক্রিকেটাররা বিসিসিআই এর প্রতি বেশ রুষ্ট। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আগেই বলেছিলেন যে আইপিএলের মত ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেবে বিসিসিআই। কিন্তু সেই প্রতিশ্রুতির পালন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এর জেরে অসহায় হয়ে রয়েছেন রঞ্জি ক্রিকেটাররা।