দীনেশ কার্তিকের খেলা দেখে আবারও ক্রিকেটে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন এবি ডি ভিলিয়ার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সমস্ত ধরণের ক্রিকেট থেকে এবি ডি ভিলিয়ার্সের অবসর নেওয়ার পর প্রশ্ন উঠেছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তার জায়গা নেবে কে? কিন্তু চলতি আইপিএলে সেই মিস্টার ৩৬০ এর দায়িত্ব দারুণভাবে পালন করছেন দীনেশ কার্তিক।
প্রায় প্রতিটা ম্যাচেই আরসিবির হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলেছনে কার্তিক। এবং কার্তিকের এই অসাধারণ খেলায় মুগ্ধ এবি ডি ভিলিয়ার্স। এবং কার্তিকের এই খেলা দেখে আবারও ক্রিকেটে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন এবিডি।
এই নিয়ে এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেছেন, "যে ফর্মে উনি এই মুহুর্তে রয়েছেন এবং ইতিমধ্যেই তিনি আরসিবিকে ২-৩টি ম্যাচ জিতিয়েছেন। ওনাকে দেখে মনে হয় উনি স্বপ্নের ফর্মে রয়েছেন। আমি জানি না কিভাবে এটি আসছে কারণ উনি তেমন ক্রিকেট খেলেননি। কিন্তু, ওনাকে দারুণ ফর্মে লাগছে এবং উইকেটের চারপাশে ৩৬০ ডিগ্রি খেলতে পারেন। ওনাকে দেখে আমার আবারও ফিরে এসে ক্রিকেট খেলার ইচ্ছা জেগেছে। উনি আমায় উত্তেজিত করেন, মিডল অর্ডারে চাপের মধ্যে খেলা এবং ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে। যদি উনি নিজের ফর্ম বজায় রাখেন, তাহলে খুব বড় সুযোগ রয়েছে আরসিবির অনেক উপরে যাওয়ার।"
এরপর ডি ভিলিয়ার্স উল্লেখ করেন যে বিগত কয়েক মাস ধরে ক্রিকেট খেলার মধ্যে ছিলেন না দীনেশ এবং আইপিএল ২০২১ এর আগে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন।
এই নিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, "আমি অবাক হয়ে গিয়েছিলাম আর আশাই করিনি। আমি সব সময় জানতাম উনি একজন ভরসাযোগ্য খেলোয়াড়, লড়াকু ব্যক্তিত্ব। উনি উচ্চ-পর্যায়ের পরিস্থিতি পছন্দ করেন এবং উইকেটের মাঝে একজন ব্যস্ত খেলোয়াড়। কিন্তু উনি সেরকম ক্রিকেট খেলেননি। শেষবার ওনাকে আমি দেখেছিলাম আইপিএলের আগে, উনি ব্রিটেনে ধারাভাষ্য সারছিলেন। উনি খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলেননি এবং সম্ভবত ওনার কেরিয়ারের শেষের পথে রয়েছেন। কিন্তু উনি অবাক করে দিয়েছেন নিজের এনার্জি ও মনোবলের মাধ্যমে।"