আইপিএলে রোহিতের এই অপ্রিয় রেকর্ড ছুঁলেন দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩ এর ম্যাচে বড় জয় লাভ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচেই এক নতুন রেকর্ড স্পর্শ করলেন আরসিবি দলের ভরসাযোগ্য ক্রিকেটার দীনেশ কার্তিক। যদিও এই রেকর্ড ব্যাটারদের জন্য অপ্রিয় ও লজ্জার।
প্রসঙ্গত রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোট ১৭১ রান করে। এই রান তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানেই অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। ১১২ রানের বড় জয় পেলেও আরসিবি ব্যাটার দীনেশ কার্তিক দুই বলে শূন্য রানে আউট হয়। আর এর সাথে সাথেই আইপিএলে রোহিত শর্মার সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলেন কার্তিক।
দুই তারকা ভারতীয় ক্রিকেটারই ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে।
চলতি আইপিএল কার্তিকের জন্য একদমই ভালো যাচ্ছেনা। ১২ ম্যাচে তাঁর ব্যাটে রান এসেছে মাত্র ১৪০, অ্যাভারেজ ১২.৭২ এবং স্ট্রাইক রেট ১৩৫.৯২। ২০২৩ আইপিএলে তাঁর সর্বোচ্চ রান সংখ্যা ৩০।