মাঠে সৌজন্যতা দূর, ইনস্টাগ্রামেও সৌরভকে আনফলো করলেন বিরাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তিক্ততা মেটা তো দূর, যেন বেড়েই চলেছে। শনিবার ম্যাচের পর সৌজন্য বজায় রাখতে একে অপরের সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক। এবার, ইনস্টাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করে দিয়েছেন বিরাট কোহলি। প্রসঙ্গত, দুই তারকার হাত না মেলানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
তবে বিরাট এবং সৌরভের মধ্যে এই ঝামেলা একেবারেই নতুন নয়। বিরাট যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং সৌরভ বোর্ড প্রেসিডেন্ট, তখন থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীনই বিরাট আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু, টি-২০র পাশাপাশি একদিনের ক্রিকেট দলেও রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।
প্রসঙ্গত, শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কোহলি সৌরভকে আনফলো করেছেন বলেই শোনা যাচ্ছে। যদিও আগে তিনি সৌরভকে ফলো করতেন। অন্যদিকে, বিরাটকে অবশ্য এখনও ফলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের ব্যক্তিগত তিক্ততার জল কতদূর গড়ায়, সেটাই দেখার।