অতীতের স্মৃতি আঁকড়ে আশা-আশঙ্কা নিয়েই ফাইনাল দেখবেন ধোনি ভক্তরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি নিজে জানিয়েছেন পরের আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরে মিনি নিলামের আগে। চেন্নাই সুপার কিংস যদি আজ খেতাব জেতে তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার কাপ জয়ের নজির স্পর্শ করে ফেলবে।
রবিবার বৃষ্টির কারণে বাতিল হয়েছিল ম্যাচ। সোমবার ঠিক একই সময় শুরু হবে ফাইনাল। যদিও ধোনির ভক্তরা আজ মাঠে যাবেন আশা-আশঙ্কা নিয়েই। রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনালের আগে তাঁদের মনে পড়ছে চার বছর আগের কার কথা।
২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। নির্ধারিত দিনে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলেছিল নিউজিল্যান্ড। বৃষ্টির জন্য ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। ভারতের জিততে দরকার ছিল ২৪০ রান। ভারত অল আউট হয়ে গিয়েছিল ৪৯.৩ ওভারে ২২১ রানে। ৩০.৩ ওভারে ভারতের ষষ্ঠ উইকেট পড়েছিল ৯২ রানে। এরপর হাল ধরেছিলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। চার বলের ব্যবধানে জাদেজা ও ধোনি ফিরতেই ভারতের আশা শেষ হয়ে যায়। মহেন্দ্র সিং ধোনি ৭২ বলে ৫০ রান করে রান আউট হয়েছিলেন।
আরও পড়ুন: আহমেদাবাদে রবিবারের পর আজও কী বৃষ্টির ভ্রুকুটি? কী জানাচ্ছে মৌসম ভবন?
এই ম্যাচের পর ভারতের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। ফের রিজার্ভ ডে-তে মহেন্দ্র সিং ধোনি সিএসকে-কে নেতৃত্ব দেবেন। আর সে কারণেই ধোনি-ভক্তরা আশঙ্কা করছেন, রিজার্ভ ডে-তে আজকের খেলাটিই হবে না তো ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ?