মেগা ফাইনালের আগে অনুশীলনে দেখা গেল না ধোনি সহ গুজরাটের একাধিক তারকাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৫৮ দিন ৭৩ টা ম্যাচ পর আইপিএল ২০২৩ ফাইনালের জন্য মঞ্চ প্রস্তুত। মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। প্রথম ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যখন দুই দল খেলেছিল তখন হারতে হয়েছিল সুপার কিংসদের। কিন্তু এবার ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংস সেই ম্যাচের ফলাফল উল্টানোর চেষ্টা করবেন।
ফাইনালের আগে দিন দুই দলের তারকা খেলোয়াড়দের অনুশীলনে দেখা যায়নি। চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গাইকোয়াড, অজিঙ্কা রাহানে অনুশীলনে আসলেও সিএসকে অধিনায়ক এমএস ধোনিকে দেখা যায়নি এদিন। টিম হোটেলের বাইরে ধোনিকে একবার দেখার জন্য অপেক্ষা করছিলেন তাঁর বেশ কিছু ভক্ত। কিন্তু ফাইনালের আগে নিজের হোটেলের ঘরেই নিজেকে বন্দী করে রাখেন ক্যাপ্টেন কুল।
গুজরাট টাইটান্সের হয়ে শুধুমাত্র বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া এবং সাই সুদর্শন ফাইনালের আগে অনুশীলন করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খান, মহম্মদ শামি সহ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা বেশিরভাগ খেলোয়াড় বিশ্রাম নিয়েছিলেন এদিন।
আরও পড়ুন: এই দিনেই জানা যাবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সূচি
চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন বলেছেন ধোনি ফাইনালের আগে অনুশীলন করবেন না। ফাইনালের একদিন আগে ধোনির অনুশীলন না করার কারণ কী হতে পারে? হয়তো তার হাঁটুতে বিশ্রামের প্রয়োজন ছিল। মাত্র কয়েকদিন আগে চিপকে ধোনিকে স্ট্র্যাপিং পরে ব্যাট করতে দেখা গিয়েছিল। পরিস্থিতি যাই হোক না কেন, ফাইনালে ধোনিকে দেখা যাবে তা নিশ্চিত।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে কে প্রশিক্ষন করুক বা না করুক। রবিবার একটি দুরন্ত ফাইনাল হবে বলেই আশা করা হচ্ছে।